
নাটোর: নাটোরের নলডাঙ্গার মাধনগরে গলায় ঝুলানো গামছা উড়িয়ে চলন্ত ট্রেন থামানোর কারনে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি।
স্থানীয় সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি রেললাইনের মাঝে ট্রলি আটকে পড়ে দেখতে পেয়ে ট্রেন চালককে গামছা উড়িয়ে সংকেত দেয়। পরে চালক চলন্ত ট্রেন থামানোর কারনে বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পায় ট্রেনটি।
মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল হামিদ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনের উত্তরে ২৫৩ নং পিলারের কাছে ধান ভর্তি ট্রলি রেলগেট পারাপার হওয়ার সময় রেললাইনের মাঝে আটকে যায়।
এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন চলে আসে। ট্রেন আসতে দেখে পূর্ব মাধনগর গ্রামের সাইদুল ইসলাম গলায় থাকা গামছা উড়িয়ে এবং স্থানীয় লোকজন হৈ চৈ করে ট্রেন থামানোর জন্য চালককে ইশারা করেন।
পরে লোকজনের ইশারায় চলন্ত ট্রেন থামান চালক। এতে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা। পরে ট্রেনটি রাজশাহীর উদ্যোশে ছেড়ে যায়।
