Home গুরুদাসপুর গুরুদাসপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করল পুলিশ

গুরুদাসপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করল পুলিশ

248
0
বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
অবশেষে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করল পুলিশ। সোমবার সকালে গুরুদাসপুর থানা পুলিশ নাজিরপুর পয়েন্টে ওই বালু উত্তোলন বন্ধ করেন। এসময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।

জানা যায়, নাটোরের গুরুদাসপুরের নন্দকুজা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে নদী ভাঙনের আশঙ্কা দেখা দেয়। ফলে নদীর পাশে ভিটেমাটি বিলীনের আশঙ্কা এলাকাবাসী প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছিলনা।

বালু উত্তোলনের কারনে পাশেই অবস্থিত নাজিরপুর সেতুটি হুমকির মুখে পড়ে। মামুদপুর ডিপপাড়ের খাঁজা আলী এবং কুমারখালির আব্দুর রহিম ওই বালু উত্তোলন করে আসছিলেন। বালু উত্তোলন বন্ধ হওয়ায় এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Previous articleস্কুল ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার: আটক ৩
Next articleসিংড়ার কোরবানি পশুর হাটে নেই স্বাস্থ্যবিধির বালাই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here