
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর তিনটি স্থানে সুঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা আত্রাই নদীর শাখায় অবস্থিত দুই টা সুঁতি ও কালাকান্দর এলাকায় একটি মোট তিনটি সুঁতিজাল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ওই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আলমগীর কবির।
ইউএনও তমাল হোসেন জানান, নদীর স্রোত বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। প্রথমেই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা এলাকায় গিয়ে প্রথম সুঁতিজালের বাঁধ অপসারণ করা হয় এবং পরে বাকি আরো দুইটা সুতিজালের বাধ অপসারন করা হয়েছে। নৌকায় ২০ জন শ্রমিক নিয়ে ওই বাঁধ অপসারন করা হয়েছে। নদীর স্রোত বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
