Home অন্যান্য জেলা সংবাদ গুরুদাসপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

গুরুদাসপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

295
0
বিদ্রোহী প্রার্থী বিপ্লবের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লবের (নারিকেল গাছ) নির্বাচনী অফিস ভাংচুর, কর্মীদের মারধর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে আ’লীগের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ আলীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে।

এনিয়ে শনিবার বিকাল তিনটায় চাঁচকৈড় চৈতালীহাট মোড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলণের মাধ্যমে এসব অভিযোগ করেন গুরুদাসপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব।

সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর অন্তত ২০/২৫ জনের একটি সমর্থক দল শুক্রবার রাতে তার পৃথক দুটি কার্যালয় এবং মোটরসাইকেল ভাংচুর করেছেন। এরআগে বৃহস্পতিবার রাতে তার পোষ্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। এতে তারা গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এস নজরুল ইসলাম, পৌর আ’লীগের সহসভাপতি রাজ কুমার কাশি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকির ও সিরাজুল ইসলাম, ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, আ’লীগ নেতা সুলতান প্রমূখ।

আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন- আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।

Previous articleস্বামীর প্রতি অভিমানে স্ত্রীর আত্মহত্যা
Next articleজাতীয় তায়কোয়ানডোতে সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছে নাটোর জেলা দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here