Home গুরুদাসপুর গুরুদাসপুরে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই: আহত ২

গুরুদাসপুরে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই: আহত ২

132
0
গুরুদাসপুর থানায়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে অপর আরেকজন। পরে আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানায়, গতরাতে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী বিপ্লব হোসেন তার বিশ্বরোড় মোড়ে ওয়ালটনের শো রুমে পণ্য বিক্রি করে রাতে প্রতিবেশি খোরশেদ আলমকে সাথে নিয়ে মোটরসােকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে হাসমারী এলাকায় দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে। এসময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে ব্যবসায়ী বিপ্লব হোসেনের কাছে থাকা এক লাখ টাকা ৪হাজার টাকা নিয়ে চলে যায়।

পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে গুরুত্বপুর্ণ সড়ক-মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়।

Previous articleনাটোরে বদলিজনিত দুই অফিসারকে বিদায় সংবর্ধনা
Next articleনাটোরে ধরা পড়লো ভয়াবাহ মাদক ‘আইস’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here