Home শিরোনাম গুরুদাসপুরে চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকা হত্যার পলাতক আসামি গ্রেফতার

গুরুদাসপুরে চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকা হত্যার পলাতক আসামি গ্রেফতার

103
0
হত্যা মামলা আসামী

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকা লতিফা হেলেন মঞ্জু হত্যার পলাতক আসামি আহসান হাবিবকে গ্রেফতার করেছে নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার দুপুরে নাটোর শহরের বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নাটোর পিবিআইয়ের ইন্সপেক্টর নাসির হোসেন জানান, ২০১৯ সালে ২৩ জুলাই রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা হেলেনের গোপীনাথপুরের বাড়িতে ধর্ষণের পর তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরের মধ্যে ফেলে দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনায় লতিফা হেলেনের মা মনোরা বেগম বাদী হয়ে বায়েজিদ ইসলাম সোহাগসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে।

Previous articleনাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কে আদালতে তলব!
Next articleলালপুরে পানি নিস্কাশন নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ সহ আহত ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here