
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে চেক জালিয়াতি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর থানা পুলিশ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করে। সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম ওই এলাকার মরহুম আব্দুল আজিজ মাস্টারের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শরিফুল ইসলামকে চেকজালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় এবং সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
