
নিজস্ব প্রতিবেদক:
জানাযা শেষ করে বাড়ি ফেরার পথে সাবেক মেম্বর আ-লীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে হামলায় মারাত্বক জখম গুরুদাসপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু।
তিনি জানান, আজিজের মাথায় এবং বাম পায়ে মারাত্বক জখম হয়েছে। মাথার আঘাতটা গুরুতর হওয়ার কারনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসারা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের সে পরামর্শেই তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধা সাড়ে ৫টার দিকে গ্রামের একটি জানাযা শেষ করে বাড়ি ফিরছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ। এসময় পথে মন্তাজের বাড়ির সামনে পৌছালে ওই এলাকার সাবেক মেম্বর আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে আব্দুল আজিজকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন আব্দুল আজিজ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার অবস্থার আরও অবনতি হওয়ার কারনে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
