
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নবনির্বাচিত পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে খামারনাঁচকৈড় ৩নং ওয়ার্ডবাসী ওই সংবর্ধনা প্রদান করেন।
এসময় নবনির্বাচিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজকেও সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক নুর মোহাম্মদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আহম্মদ আলী মোল্লা, সমাজ সেবক মজিবুর রহমান মজনু, নবনির্বাচিত কাউন্সিলর বিদ্যুৎ কুন্ডু, রাশিদুল ইসলামসহ সাবেক কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী মো. আনিছুর রহমান।
গত ১৬ জানুয়ারী গুরুদাসপুর পৌর নির্বাচনে শাহনেওয়াজ আলী মোল্লা তৃতীয় বারের মত বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
