Home শিরোনাম গুরুদাসপুরে পাচারের সময় ৬০বস্তা সার জব্দ: ব্যবসায়ীর জরিমানা

গুরুদাসপুরে পাচারের সময় ৬০বস্তা সার জব্দ: ব্যবসায়ীর জরিমানা

146
0
সার পাচার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পাচার হওয়ার সময় ৬০ বস্তা সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় বিএডিসি সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এল, আর, ট্রেডার্স থেকে পাচারের সময় ৬০ বস্তা পটাশ, টিএসপি, ডিএপি সারগুলো জব্দ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান জানান,শনিবার সকালর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এল, আর, ট্রেডার্স থেকে ৬০ বস্তা পটাশ, টিএসপি, ডিএপি সার ভ্যান যোগে পাশের উপজেলা সিংড়ায় পাচার করছে।

এ সময় কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভ্যান ভর্তি সারগুলো জব্দ করেন। পরে জব্দকৃত সার ও ব্যবসায়ী লুৎফর রহমানকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সার ব্যবসায়ী লুৎফর রহমানকে নগদ এক লাখ টাকা জরিমানা করেন এবং তাকে সতর্ক করা হয়।

Previous articleনর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই চালুর দাবিতে পথ সভা
Next articleআজ নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে কালী পূজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here