Home গুরুদাসপুর গুরুদাসপুরে বন্যকবলিত এলাকায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

গুরুদাসপুরে বন্যকবলিত এলাকায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

346
0
গুরুদাসপুরে বন্যকবলিত এলাকায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে বানভাসীদের মাঝে নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চলনবিল বিলশা এলাকার বন্যকবলিত ৮০টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই খাবার বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, এনডিসি জাকির মুন্সি, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামসহ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম বলেন, নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিটি খাবারের প্যাকেটে চাল,ডাল, আলু, তেল, সাবানসহ কয়েক প্রকারের খাবার পন্য রয়েছে। বন্যাকবলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

Previous articleনাটোরে অতিরিক্ত দামে মোবাইল বিক্রি: ব্যবসায়ীর জরিমানা
Next articleঔষধ কিনতে না পেরে বৃদ্ধর আত্মহত্যা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here