Home জেলা সংবাদ গুরুদাসপুরে বাড়িতে ঢুকে শিক্ষিকাকে হত্যা (ভিডিও সহ)

গুরুদাসপুরে বাড়িতে ঢুকে শিক্ষিকাকে হত্যা (ভিডিও সহ)

3071
0

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে লতিফা হেলেন মঞ্জু নামে এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান,গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে তার মা পাশের বাড়িতে গেলে দুবৃত্তরা ওই বাসায় ঢুকে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজহারুল ইসলা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তবে কি কারণে শিক্ষিকাকে হত্যা করা হয়েছে বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার নয়। আমরা ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।

এদিকে, খবর পাওয়ার পর পুলিশের পাশাপাশি র্যা ব ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরকীয়া এবং জমিজমা এই দুটি বিষয় নিয়ে তদন্তে এগিয়ে যাচ্ছে তারা।

Previous articleলালপুরে প্রধান শিক্ষক কে লাঞ্ছিতঃ তাঁতীলীগ নেতা আটক
Next articleগুরুদাসপুরে বাড়িতে ঢুকে শিক্ষিকাকে হত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here