
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তর।
শুক্রবার সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গ্রামের একটি জানাযা শেষ করে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ। এসময় পথে মন্তাজের বাড়ির সামনে পৌছালে ওই এলাকার সাবেক মেম্বর আ-লীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন ধারালো দেশিয় অস্ত্র নিয়ে আব্দুল আজিজের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন আব্দুল আজিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, বিষয়টি জানার পর পরই পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
