Home শিরোনাম গুরুদাসপুরে বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন

গুরুদাসপুরে বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন

113
0
বিধবা নারীকে নির্যাচন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে কুলসুম বেগম নামে এক বিধবা নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে।

বিধবা নারী কুলসুম অভিযোগ করে বলেন, আমার স্বামী অনেক দিন আগে মারা গিয়েছে। আমার ৪টি মেয়ে। সব গুলোর বিয়ে হয়েছে। মেঝো মেয়ে রফেলার বিয়ের পর থেকেই আমার বাসায় জামাই নিয়ে বসবাস করে। আমার ছোট মেয়ের বাচ্চা হওয়ার কারণে হাসপাতালে মেয়েরা দেখতে গিয়েছে। বাসায় আমি আর আমার জামাই ছিলাম। আমার হঠাৎ জ্বর আসছিল। অসুস্থ্ হয়ে পরলে আমার জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ঔষুধ কিনে নিয়ে এসে আমার ঘরে প্রবেশ করে।

তার কিছুক্ষণ পরে পমপাথুরিয়া গ্রামের আমার প্রতিবেশি আলমের ছেলে রতন ও বকুলের ছেলে উজ্জল হইচই করতে থাকে। প্রতিবেশিদের জড়ো করে আমার নামে অপবাদ দেয় যে আমি আমার জামাইয়ের সাথে আপত্তিকর অবস্থায় ছিলাম। এ কথা বলার পরেই তারা আমাকে টেনে হেছরে কাঁদা পানির মধ্যে দিয়ে নিয়ে যায়। তারপর একটি ডাব গাছের সাথে আমাকে রশি দিয়ে বেঁধে রাখে এবং মারধর করে।

তবে অভিযুক্ত রতন আলী ও উজ্জল হোসেন দাবী করেন, দীর্ঘদিন যাবৎ তারা জামাই শাশুড়ি অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত রয়েছে। মঙ্গলবার রাতে তাদের জামাই শাশুড়িকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। তবে তাড়াহুড়া করে গাছে বেঁধে ফেলেছিলাম। আইন নিজের হাতে তুলে নিয়ে ঠিক করিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারী ও তার জামাইকে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Previous articleচায়ের দোকান থেকে পরকীয়া প্রেম, মা’কে খুঁজছে ৩ সন্তান
Next articleনাটোরে পালন করা হয়েছে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here