Home বিশেষ সংবাদ গুরুদাসপুরে বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে দিল প্রবাসীর স্ত্রী

গুরুদাসপুরে বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে দিল প্রবাসীর স্ত্রী

216
0
পুরুঙ্গা কেটে দেওয়া

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জনাব আলী নামের এক কৃষকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।

রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মোল্লা পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ওই কৃষককে।

স্থানীয় সূত্রে জানাযায়, নাজিরপুর মোল্লা পাড়া মহল্লার প্রবাসী জাকির হোসেন গেদনের বাড়িতে দীর্ঘদিন কাজ করতো কৃষক জনাব আলী। রোববার সকাল আনুমাকি দশটার দিকে হঠাৎ প্রবাসীর স্ত্রী চিৎকার করতে থাকে। প্রতিবেশিরা এগিয়ে গিয়ে দেখেন বাড়িতে ওই কৃষক এবং প্রবাসীর স্ত্রী মাটিতে পরে আছে।

পরে রক্তাক্ত অবস্থায় কৃষককে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Previous articleনাটোরে পালিত হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী
Next articleসিংড়ার বামিহালে দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা সহ দুজনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here