Home জেলা সংবাদ গুরুদাসপুরে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ

গুরুদাসপুরে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ

878
0
অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে দুই বছর ধরে আদরী বেগম নামে এক মহিলার নামীয় ভিজিডি কার্ডের চাল উত্তোলন করে আত্মসাৎ করা হলেও তিনি কিছুই জানেন না বলে জানা গেছে।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায়, চেয়ারম্যানের নিকটতম কিছু লোক নামে বেনামে ভিজিডি ও ১০ টাকা কেজির চাল উত্তোলন করে আত্মসাত করেছে বলে স্থানীয়রা দাবি করেন। এর সত্যতাও পাওয়া গেছে।

উল্লেখিত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের আহমোদ্দিনের কন্যা উপকার ভোগী দুঃস্থ মহিলা আদরী বেগমকে নির্বাচন করা হয় দুই বছর আগে। দুই বছর আগে তার নামে ভিজিডি কার্ড হলেও তা তিনি জানেন না বলে দাবি করেন। আদরী বেগম আরো বলেন, তার স্বামী দিনমজুর। তার নামে কার্ড করে চাল উত্তোলন করে যে আত্মসাত করেছে তার কঠোর শাস্তির দাবি করেন তিনি।

এব্যাপারে স্থানীয় মেম্বার বাবলু বলেন, চেয়ারম্যান নিজ তত্ত্বাবধানে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীভাতাসহ সকল কাজ করেন। কোন বিষয়েই কিছু জানেননা বলে তিনি জানান।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, ১০ টাকা কেজির চাল বিতরনে কিছুটা অনিয়ম থাকলেও ভিজিডি কার্ডে কোন অনিয়ম নেই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবিষয়ে জানান, বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে। সুষ্ঠ সমাধান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Previous articleসিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়ারি আটক
Next articleনলডাঙ্গায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ- আহত ৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here