
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
মহন বিজয় দিবসের তিন দিনব্যাপি কর্মসূচির অংশ হিসাবে নাটোরের গুরুদাসপুরে রীবন্দ্র সংঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্র সন্ধ্যায় গান পরিবেশন করেন, টেলিভিশন ও রাজশাহী বেতারের শিল্পী আবুল হাশেম, রাজশাহী বিশ্বব্যিদালয় সঙ্গীত বিভাগের শিল্পী মঈনুল হোসেন, রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন তুষি, আবু শামিম, সঙ্গিত শিক্ষক শ্রাবনী খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ হাসান খান, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন, ডিজিএম মহিতুল, নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা ইন্সট্রাক্টর মো. আব্দুল গফুর, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্ট প্রমূখ উপস্থিত ছিলেন।
