Home জেলা সংবাদ গুরুদাসপুরে রাস্তার মাঝের গাছ সরাবে কে?

গুরুদাসপুরে রাস্তার মাঝের গাছ সরাবে কে?

412
0

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে রাস্তার মাঝে গাছ হেলে পড়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ঝড়ে ৯দিন আগে চাপিলা বাজার থেকে ইউনিয়ন পরিষদ এবং মৌখাড়া বাজারের প্রধান সড়ক যোগাযোগের মাঝখানে এমন পরিস্থিতি হওযায় যাতায়াতে বিঘ্ন ঘটছে। তবে রাস্তার মাঝে হেলে পড়া গাছ অপসারনের উদ্যোগ নেয়নি কেউ।
রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের পম পাথুরিয়া এলাকার প্রধান রাস্তা চাপিলা বাজার টু ইউনিয়ন পরিষদ ও মৌখাড়া বাজারে যাওয়ার প্রধান সড়কে হেলে পড়ে আছে একটি গাছ। এতে পথচারীদের চলাচলে অসুবিধা না হলেও ভ্যান,রিক্সা, অটো,সিএনজি, প্রাইভেট কারসহ তিন চাকা ও চার চাকার গাড়ী এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে ওই এলাকার উঠতি বোরো ধান চাষিরা। মাঠের ধান কাটা হলেও পরিবহন যাতায়ত না করায় মাঠের ধান মাঠেই ফেলে রেখেছেন চাষিরা। এক দিকে ফসলের দাম নেই অন্যদিকে রাস্তায় পরিবহন চলাচলে বিঘ্ন এতে তাদের মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, গত ৯ দিন আগে ঝড়ের কারনে এই গাছটি রাস্তার মাঝে হেলে পড়ে যায়। তারপর থেকেই চলাচলে অনেক সমস্যা হচ্ছে। পায়ে হেঁটে যেতে পারলেও দুর-দুরান্ত থেকে আসা যানবাহন গুলো আবার ফিরে যাচ্ছে। স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলেও কোন সমাধান হচ্ছে না। আবার সরকারী গাছ কেউ কাটতেও সাহস পাচ্ছেনা। দ্রুত সমাধান চান এলাকাবাসীরা
চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু জানান, এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়েছিলো। ফোন পাওয়ার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আজ রোববার তারা এসে এর অপসারন করবে বলে জানিয়েছেন।

Previous articleএক সঙ্গে চার সন্তানের জন্মঃ মারা গেল মারিয়া
Next articleদুঃস্থদের মাঝে ওসির ঈদ সামগ্রী বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here