
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ১হাজার ৬০০বস্তা সার মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারের সোবাহান ট্রেডার্স এ অভিযান চালিয়ে অতিরিক্ত সার মজুদ করায় ব্যবসায়ী আব্দুস সোবাহানকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিব।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান শাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার মজুদের অভিযোগ পেয়ে শনিবার বিকেলে ৩টার দিকে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারে সোবাহান ট্রেডার্স এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্ধারিত সারের বাহিরে অবৈধভাবে অতিরিক্ত ১৬শ বস্তা সার মজুদ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ (১) ধারার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
