
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে শাহাবুদ্দিন (১৯) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা শাহিন নামে অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চরকুশা বাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, দুপুর ১২ টার দিকে কাছিকাটা থেকে মোটরসাইকেল যোগে তাড়াশ যাচ্ছিলো। পথে টোলপ্লাজা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাণকম্পানীর কাভার্ড ভ্যান(উ-১৪-১৮০১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং পাশে বসে থাকা তার বন্ধু গুরুত জখম হয়।
পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
