
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার করা হয়েছে ২০টি সাদা বক। এসময় পাখি শিকার করা ৭টি ফাঁদ ধ্বংস করেছে পরিবেশ কর্মীরা। পরে বক পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করে তারা।
গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, মঙ্গলবার কাঁকডাকা ভোরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল খুবজীপুর উত্তরপাড়া মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিবেশকর্মীরা। এসময় পরিবেশ কর্মীদের দেখে পালিয়ে যায় পাখি শিকারীরা। পরে শিকারীদের ৭টি ফাঁদ ধ্বংস করে তারা। এসময় সেখান থেকে ২০টি সাদা বক পাখি উদ্ধার করে মাঠের মধ্যেই অবমুক্ত করে পরিবেশ কর্মীরা।
তবে প্রতিদিন পরিবেশকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও পাখি শিকারীদের দৌরাত্ম কমছে না।প্রশাসন পরিবেশকর্মীদের সহযোগিতা করলে এই অভিযান আরো সফল ভাবে সম্পন্ন করা সম্ভব বলে জানান পরিবেশ কর্মী নাজমুল হাসান।অভিযানে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, পরিবেশকর্মী মনির হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
