নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ তে কল করে খাদ্য সহায়তা চেয়েছেন ৭৩৫টি পরিবার।

আর খাদ্য সহায়তা চাওয়া পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়েছেন জেলার গুরুদাসপুর উপজেলা প্রশাসন। গত সাত দফায় মোট ৭৩৫টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেন তারা।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তার সে নির্দেশনা অনুযায়ী জাতীয় জরুরী সেবা ‘৩৩৩’ হটলাইনে কর্মহীন মানুষরা খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন।

পরে খাদ্য সহায়তা চাওয়াদের তথ্য যাচাই-বাচাই করে গত ৭ দফায় ৭৩৫টি পরিবারের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হয়েছে।
খাদ্য সহায়তা পৌছে দিতে সহযোগিতা করেছে এ্যাসিল্যান্ড ও স্বেচ্ছাসেবক টিম।

Previous articleনাটোরে ৫’শ মানুষকে খাবার দিলেন আ’লীগ নেতা মোর্তুজা বাবলু
Next articleনাটোরে মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য এবং সুরক্ষা সামগ্রী বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here