Home জেলা সংবাদ গুরুদাসপুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক দুই

গুরুদাসপুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক দুই

400
0

নিজস্ব প্রতিবেদক,
নাটোরের গুরুদাসপুর থেকে ছইরুদ্দিন সরদার নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানাদা গ্রামের তারেক মন্ডলের শ্বশুড় বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছইরুদ্দিন সরদার চাঁচকৈড় মধ্যমপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক মন্ডল ও তার শ্বশুর আমিন মন্ডলকে আটক করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানাদা গ্রামের তারেক মন্ডলের কাছ থেকে ছইরুদ্দিন ৩০ হাজার টাকা সুদের উপর ধার করেন। সেই টাকা সুদে আসলে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। এখন ছউরুদ্দিন সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় তারেক টাকা আদায় করার লক্ষ্যে বৃহস্পতিবার ছইরুদ্দিন সরদারকে ধরে নিয়ে গিয়ে তার শ্বশুড় আমিন মন্ডলের বাড়ীতে আটকে রাখে। এদিকে ছইরুদ্দিন বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর করতে থাকে। কিন্তু দুই দিনেও কোন খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে ছইরুদ্দিনের মরদেহ তারেকের শ্বশুড় বাড়ীর একটি কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারে দাবি, সুদের টাকার জন্য ছইরুদ্দিনকে হত্যা করা হয়েছে।

Previous articleবাগাতিপাড়ায় ছাত্রলীগের সংঘর্ষ: আহত ১, মোটরসাইকেল ভাংচুর
Next articleরোহিঙ্গা সংকটের দুই বছর: ক্রান্তিকালে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here