Home শিরোনাম গুরুদাসপুর পৌরসভায় অডিট করতে আসা ৩ ভুয়া অডিটর আটক

গুরুদাসপুর পৌরসভায় অডিট করতে আসা ৩ ভুয়া অডিটর আটক

149
0
৩অডিটর পার্ক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ৫দিন ধরে অডিট করছিলেন ভুয়া অডিট অফিসার পরিচয়দানকারী তিনজন। অবশেষে শ্রী ঘরে ঠাঁই হলো তিন ভুয়া অডিট অফিসারের।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুরুদাসপুর পৌরসভা কার্যালয় থেকে ওই ভুয়া অডিটর টিমের তিন সদস্যকে আটক করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালকের স্বাক্ষর ও স্বারক নকল করে ২২ আগষ্ট নাটোরের গুরুদাসপুর পৌরসভার কার্যক্রম নিরিক্ষার জন্য অফিস আদেশ(পত্র)পাঠানো হয়। ওই আদেশের আলোকে নিজেকে মন্ত্রণালয়ের নিরিক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে ৩ সেপ্টেম্বর গুরুদাসপুর পৌরসভায় ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আসেন এস এম ইউনুস আলী। এসময় তারা পৌরসভার সকল কার্যক্রমের অডিট করেন পাঁচ দিন ধরে।

পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক বলেন, অডিটে আসার পর থেকেই তাদের আচার-আচারণ ও ব্যবহার ছিল সন্দেহজনক। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুরুদাসপুর পৌরসভায় কোন অডিট টিম পাঠানো হয়নি। পরে এ বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলীর মাধ্যমে থানায় খবর দিলে তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এসএম ইউনুস আলী (৫৩), তার সহকারী একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মো. সুমন আলী (৩২) ও রাজশাহী নওহাটার বাঘসারা গ্রামের মো. জাফর আলীর ছেলে (চালক) শামীম পারভেজ রবি (৩২)। এসময় তাদের ব্যবহৃত ১টি (ঢাকা মেট্রো-গ ৩২-২২৫৩) প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী বলেন, অডিট কর্মকর্তাদের আচার-আচারণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ভুয়া অডিট অফিসার বলে স্বীকার করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল মতিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া অডিট অফিসারসহ ৩জনকে আটক করা হয়েছে এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।

Previous articleলালপুরে বিএনপির ৩’শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ২
Next articleনাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য কর্মী ও সাবেক ফুটবলারে মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here