Home লালপুর গোপালপুর পৌর নির্বাচনকে সামনে রেখে যুবলীগ সভাপতির মোটরসাইকেল শোডাউন

গোপালপুর পৌর নির্বাচনকে সামনে রেখে যুবলীগ সভাপতির মোটরসাইকেল শোডাউন

439
0
গোপালপুর পৌর নির্বাচনকে সামনে রেখে যুবলীগ সভাপতির মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, লালপুর
আগামী ডিসেম্বরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচন কে সামনে রেখে সরব হয়ে উঠেছেন পৌর মেয়র প্রার্থী গন। এরই ধারাবাহিকতায় গোপালপুর পৌর মেয়র পদপ্রার্থী পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করেছে।

সোমবার বিকেলে শতাধিক মোটরসাইকেল নিয়ে গোপালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার কালুপাড়া মোড়ে এসে শোডাউনটি শেষ হয়। শোডাউন শেষে এক পথসভায় নাজমুল হোসেন বলেন,’ আগামী পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ শোডাউন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, দল তাকে মনোনয়ন দিলে আগামী পৌর নির্বাচনে জয় ছিনিয়ে আনবেন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শাজহান আলী ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Previous articleকরোনায় নতুন পরিচয়ে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী
Next articleকে তুমি..? কবি তফিজ উদ্দিনের কবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here