Home শিরোনাম গ্রাম বাংলার ’হাডুডু’ খেলা দেখতে মানুষের ঢল

গ্রাম বাংলার ’হাডুডু’ খেলা দেখতে মানুষের ঢল

244
0
হাডুডু খেলা

নিজস্ব প্রতিবেদক:

হাডুডু জাতীয় খেলা হলেও নিয়মিত আয়োজন না হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে খেলাটি। গ্রাম-গঞ্জে অতিজনপ্রিয় খেলাটির আসর এখন আরও নিয়মিত হয়না। দু-এক জায়গায় আয়োজন হলে ঢল নামে মানুষের। এমনই এক আয়োজন হয়েছিল নাটোরের সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদে। হাজার হাজার মানুষের সমাগমে শেষ হলো জনপ্রিয় হাডুডু ফাইনাল খেলা। তবে জাতীয় এই খেলাটি ধরে রাখতে সরকারী ভাবে আয়োজনের দাবী খেলোয়ার সহ সংশ্লিষ্টদের।

চারদিকে হাজার হাজার মানুষের সমাগম, আর মাঝখানে নিজেদের শারীরিক করসত দেখাচ্ছেন দেশের ঐতিহ্যবাহী হা ডুডু খেলার খেলোয়াররা। মুহুমুহু তালিতে দর্শকরা উৎসাহ দিচ্ছেন খেলোয়ারদের। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় জাতীয় খেলা হা ডুডুর যে কদর কমে যাননি সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদ মাঠে মানুষের সেই ঢলই তা প্রমান দিয়েছে। না খাওয়া ভুলে তীব্র গরমে দেখতে এসেছিলেন হা ডুডু খেলা।

সোহেল রানা নামে এক দর্শক বলেন, হাডুডু ফাইনাল খেলা দেখতে সকাল ১০টার সময় এসেছি। আর খেলা শুরু হবে বিকেল ৪টার দিকে। দুপুরে খাওয়া হয়নি। তবে খেলাটা দেখে খুব আনন্দ পাবো বলে আশা করছি।

রফিকুল ইসলাম  নামে আরেক দর্শক বলেন, ছোটবেলায় গ্রাম গঞ্জে হাডুডু খেলা নিয়মিত হতো। কিন্তু কালের আবর্তে এখন আর এই খেলার আয়োজন হয়না। মাঝে মাঝে কোন গ্রামে হলে, সেখানে সাধারণ মানুষের ঢল নামে খেলা দেখার জন্য।

হাডুডু খেলোয়ার জানান, জনপ্রিয়তার কারনে এই হা ডুডু খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কালের আবর্তে এখন আর নিয়মিত আয়োজন হয়না খেলাটির। যার কারনে বর্তমান প্রজন্মে কাছে এই খেলাটি অনেকটা অচেনা। এখনও যারা এই খেলা ধরে রেখেছেন তাদের মুখে যেন আক্ষেপের শেষ নেই।

জাতীয় খেলা হলেও খেলোয়ার হিসাবে কোন মর্যাদা তো দূরে থাক জাতীয় ভাবে এর কোন আয়োজনও তেমন হয়না বলে জানান হাডুডুর সুনাম ধণ্য খেলোয়ার টাইগার। তার দাবী খেলোয়ার তৈরিতে অঞ্চল ভিত্তিক জাতীয় ব্যবস্থাপনায় এমন আয়োজন করা হোক।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২০সালের ১৪ ফেব্রুয়ারী নাটোর, পাবনা ও নওগাঁ জেলার ১৬টি দল নিয়ে হারিয়ে যাওয়া এই খেলার আয়োজন করেছিলেন চামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বর্তমান প্রজন্মের কাছে হাডুডু খেলাকে পরিচিত করার পাশাপাশি ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন ছিল। ফাইনাল খেলায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর শ্রমিক ইউনিয়ন ৮৯-৫০ পয়েন্টে সিংড়ার মহিষমাড়ি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরুস্কার তুলে দেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, কালের বিবতর্নে হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু। ঐতিহ্যবাহী এই খেলাটি তরুণ প্রজন্মের কাছে পরিচিত করতে এমন আয়োজন করা হয়েছে। তাছাড়া আইসিটি প্রতিমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা-ধুলা হলে যুব সমাজ মাদক থেকে দুরে থাকবে, সে কারনে হারিয়ে যাওয়া খেলাটি আমরা আয়োজন করেছি।

তবে আগামী দিনে সরকারী পৃষ্টপোষকতায় গ্রামগঞ্জে জাতীয় এই খেলার আয়োজন করে হারানো গৌরব ফিরিয়ে আনার দাবী খেলাপ্রেমী মানুষদের।

Previous articleলালপুরে ইউপিতে আ’লীগের মনোনয়ন দাবিতে ‘কাফন মিছিল’
Next articleনাটোরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তিপূর্ণ শোভাযাত্রা করেছে আ’লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here