Home শিরোনাম ঘনকুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঘনকুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

214
0
ঘনকুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
দেশের সবচেয়ে গরম স্থান হিসেবে পরিচিত নাটোরের লালপুর উপজেলা। এবার সেই গরম স্থানেই দাপট বেড়েছে শীতের। মাঘের শুরুতে হাড় কাঁপানো শীত ও ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। বিপাকে পড়েছে দিনমুজুর ও ছিন্নমুল মানুষেরা। সব চেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ঘণকুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। ঘনকুয়াশার করনে রাস্তাগুলো ছিল ফাঁকা। দুই একটা যানবাহন চললেও ধীর গতিতে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারনে উপজেলার বিভিন্ন এলাকায় শীত নিবারনের জন্য অনেক কে আগুন জ্বালাতে দেখা দেছে।

গত কয়েকদিন যাবত এই উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ সঙ্গে হিম বাতাস। দুুপুরের দিকে সূর্যের দেখা মিললেও কমছেনা শীতের তীব্রতা। তীব্র শীতের কারনে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

কথা হয় সোহান আলী নামের এক জনের সঙ্গে, সে বলে,‘কুয়াশা ও প্রচন্ড শীতের কারনে ঘরের বাহিরে বরে হওয়া যাচ্ছেনা।’

দুলাল আলী নামের এক অটোচালক বলেন,‘প্রচন্ড শীত ও কুয়াশা। সকালে এসে বসে আছি রাস্তায় যাত্রী নেই।’

আবাহাওয়া অধিদপ্তর বলছে,‘এই অবস্থা আরো কয়েক দিন অব্যহাত থাকবে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন,‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শীতার্ত মানুষের জন্য প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ২হাজার ৫শ পিচ কম্বল বিতরণ শুরু হয়েছে।

Previous articleসমলয় পদ্ধতিতে চাষাবাদ, কমবে ধান রোপনের খরচ
Next articleসিংড়া পৌরসভা নির্বাচনে বিএনপির স্বতঃস্ফূর্ত গণসংযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here