Home শিরোনাম ঘুষ নিয়ে ঘর বরাদ্দ না দেওয়ায় কারাগারে ইউপি চেয়ারম্যান

ঘুষ নিয়ে ঘর বরাদ্দ না দেওয়ায় কারাগারে ইউপি চেয়ারম্যান

237
0
ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
ঘুষ নিয়ে আশ্রায়ণ প্রকল্পের ঘর বরাদ্দ না দেওয়া মামলায় নাটোরে শওকত রানা লাবু (৩৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

সোমবার দুপুরে নাটোরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো.গোলাম ফারুক ইউপি চেয়ারম্যানের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু (৩৮) জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান।

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সূত্রে জানা যায়,নাজিরপুরের চন্দ্রপুর গ্রামের মকছেদ আলীর ছেলে জালাল উদ্দিন শেখ বাদি হয়ে গত ১ ডিসেম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত রানা লাবুসহ দুই জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান মো.শওকত রানা লাবু আশ্রায়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। পরে তাঁকে ঘর দেয়া হয়নি এবং টাকাও ফেরত দেয়া হয়নি। একই অভিযোগ তিনি প্রধানমন্ত্রীর কাছেও পাঠান। থানার মামলাটি বর্তমানে তদন্তাধীন। চেয়ারম্যান হাইকোর্ট থেকে এই মামলায় আট সপ্তাহের জন্য আগাম জামিন নেন।

আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Previous articleনাটোরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন
Next articleবড়াইগ্রামে নৌকার প্রচারনায় উপজেলা চেয়ারম্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here