Home বিশেষ সংবাদ চলনবিলের পাখি রক্ষায় সম্মাননা পেল পরিবেশকর্মী সাইফুল

চলনবিলের পাখি রক্ষায় সম্মাননা পেল পরিবেশকর্মী সাইফুল

80
0
পরিবেশ রক্ষায় সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
চলনবিলের পাখি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করায় বিশেষ অবদান হিসেবে সম্মাননা পেয়েছে সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী সাইফুল ইসলাম।

শনিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের কনফারেন্স হলরুমে প্রথম আলোর ২৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে তাকে এই সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়া অনুষ্ঠানে নাটোর এন.এস সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলতাব হোসেন কেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রথম আলো নাটোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, লাঠিবাঁশির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, আইজীবি সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, দিঘাপতিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আব্দুল কাদের সজল প্রমূখ।

Previous articleইউপি নির্বাচনে নাটোর সদর এবং বড়াইগ্রাম উপজেলায় যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন
Next articleলালপুরে আ’লীগের ৯ নেতাকে বহিষ্কার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here