
নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:
চলনবিলের বিলশা। ভরা বর্ষায় পানির উথাল-পাথাল ঢেউ। এই উত্তাল জলরাশিতে পিকনিকের নামে মেয়ে নিয়ে নাচা-নাচি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে নারী সহ ১৫জন যুবক।
সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার বিশলা এলাকার মাঝ বিল থেকে তাদের আটক করে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত দুই নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং আটকৃত ১৩ জন যুবকের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার চলনবিল বিলশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে।
এক পর্যায়ে বিলশা এলাকার মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে ও দুই জন নর্তকীকে অশ্লিল নৃত্য পরিচলনা করতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লিল ফুর্তি করা যাবে না।
