Home সিংড়া চলনবিলে শামুক-ঝিনুক ও কাঁকরা নিধন রোধে অভিযান

চলনবিলে শামুক-ঝিনুক ও কাঁকরা নিধন রোধে অভিযান

142
0
শামুক-ঝিনুক নিধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
চলনবিলে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক এবং কাঁকরা নিধন রোধে অভিযান হয়েছে। শনিবার দিন ব্যাপি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অর্ধশত বস্তা কাঁকরা ও শামুক জব্দ করে অবমুক্ত করেন।

পেট্রোবাংলা পয়েন্ট, সাতপুকুরিয়া, ডাহিয়া, বিয়াস, বেড়াবাড়ি, ভাগনাগরকান্দি, সুদরানা এলাকায় বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক এবং কাঁকরা নিধন রোধে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

পথ সভায় বক্তব্য রাখেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরেস্টার ইফসুব আলী, সাবেক ইউপি সদস্য রনজু আহমেদ, আলহাজ¦ বনী ইসরাইল, শিক্ষক হোসেন আলী লেবু, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক প্রমূখ। অভিযানে প্রায় ৩০জন শামুক ও কাঁকরা নিধনকারী আদিবাসীদের সতর্ক করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক বাঁচাতে তারা বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।

Previous articleবড়াইগ্রামে আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হলেন মনির হোসেন
Next articleপাখি শিকার বন্ধে ইউএনও’র উঠান বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here