
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৃহত্তম চলনবিল রক্ষায় ৩৫দফা দাবী উত্থাপন করেছেন চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটি। বুধবার দুপুরে নাটোরের সিংড়ায় চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় পরিবেশ কর্মীরা এই দাবী উত্থাপন করেন।
চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্য ডেইজি আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।
এছাড়া সভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কশিনার (ভূমি) আল ইমরান, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, নাটোর দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্য ডি এম আলম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, বন্যপ্রাণী ও পরিবেশ গবেষক আবু সাইদ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, চলনবিলকে হাজার বছর আগের চলনবিলের সেই রুপে ফিরে পাওয়া সম্ভব নয়। তবে চলনবিলকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা চাই উন্নয়ন হবে, সেটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট হতে হবে। পানি প্রবাহ অবাধ করতে হবে। চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত ২৬টি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
বিভিন্ন নদী ও ক্যানেলের গভীরতা বৃদ্ধি করে জলাশয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। এছাড়াও পরিকল্পিত ভাবে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, সুইচগেট তৈরি করতে হবে নতুবা চলনবিল অস্তিত্ব সংকটে পড়বে। চলনবিলের খালগুলো ধরে রাখতে পারলে চলনবিল কে রক্ষা করা সম্ভব বলে বক্তারা মতামত পোষণ করেন। এজন্য ৩৫টি দাবী উত্থাপন করেন চলনবিল নিয়ে কাজ করা পরিবেশ কর্মীরা।
