
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ভাবে বাজারজাত করা নিয়ে নাটোরে চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া বাজারজাত এবং বিভিন্ন স্থানে পাঠানো নিয়ে মতবিনিময় সভা করা হয়। এসময় চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।
এছাড়া চামড়া ফেলে দিয়ে সরকারকে বিব্রত না করার জন্য অনুরোধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার, সহকারি পুলিশ সুপার জামিল আকতার, নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি এসএম মকসেদ আলী সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
