Home গুরুদাসপুর চায়ের দোকান থেকে পরকীয়া প্রেম, মা’কে খুঁজছে ৩ সন্তান

চায়ের দোকান থেকে পরকীয়া প্রেম, মা’কে খুঁজছে ৩ সন্তান

108
0
মা'কে খুঁজছে ৩ সন্তান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে চায়ের দোকন থেকে পরকীয়া প্রেমের জেরে সুদকারবারি আবু সামার হাত ধরে পালিয়েছেন তিন সন্তানের এক জননী।

আর মাকে ফিরে পেতে মায়ের পরকীয়া স্বামির বাড়ি ও তার আশেপাশে ঘোরাঘুরি করছে তিন সন্তান। এমন এক ঘটনা ঘটেছে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে। এই ঘটনায় এলাকা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

পুলিশ জানায়, শিধুলী গ্রামের চা দোকানদার কামাল হোসেনের বাড়ির সাথে একটি চা দোকান রয়েছে। এই দোকানে বসে নিয়মিত চা পান করতেন একই এলাকার সুদে কারবারি আবু সামা। এই চায়ের দোকান থেকেই পরকী প্রেমে জড়িয়ে পড়েন কামাল হোসেনের তিন সন্তানের জননী ও সুদে কারবারি আবু সামা।

এরই এক পর্যায়ে গত ৪ অক্টোবর সুদে কারবারি আবু সামার হাত ধরে পালিয়ে যায় কামাল হোসেনের স্ত্রী। এই ঘটনায় থানায় মামলা করেছেন তিনি।

Previous articleবড়াইগ্রামে ২২লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
Next articleগুরুদাসপুরে বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here