Home কৃষি চিনিকল চালু: দাবী না মানলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

চিনিকল চালু: দাবী না মানলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

218
0
সুগার মিল কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিল করে পুনরায় চালু সহ কৃষক ও শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ও কৃষকরা।

সকালে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাব এলাকায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বন্ধ থাকা ৬টি সুগার মিল চালু করার দাবী জানিয়ে বক্তারা বলেন, বন্ধ থাকা সুগার মিল জোনের আখ অন্য মিলেসিরবরাহ করতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হবে।

ফলে চালু থাকা মিলগুলোও লোকসানে পড়বে। দ্রুত চিনিকলগুলো চালু করে আখ চাষীসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের জোর দাবী জানানো হয়।

অন্যথায় দাবী পুরনে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ কর্মসূচী দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। মানববন্ধনে শ্রমিক নেতা মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আইনজীবি লোকমান হোসেন বাদল ও নাট্যকর্মি আশীষ নিয়োগী সহ অন্যান্যরা বক্তব্য দেন।

Previous articleনাটোরে অনুর্ধ্ব-১৬ বিভাগীয় এ্যাথলেটিকস বাছাই কার্যক্রম
Next articleসকাল থেকে রাত পর্যন্ত মেয়র প্রার্থী নয়নের গণসংযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here