Home শিরোনাম ছিনতাই যাদের নেশা!

ছিনতাই যাদের নেশা!

137
0

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে পথরোধ করে মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধের কাছ থেকে টাকা ছিনতাই চক্রের চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় চারটি মোটরসাইকেল, দুটি চা পাতি এবং নগদ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

আটককৃতরা হচ্ছে, সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের পঁচা সরদারের ছেলে আব্দুল করিম, কালিনগরের রুপচাঁদ আলীর ছেলে সোহেল রানা, শিবপুর গ্রামের আলাল উদ্দিন মৃধার ছেলে রাজিম ওরফে রাজিব ওরফে রাজু, কলম লক্ষীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলী এবং পাবনার সুজানগর উপজেলার নওয়াগ্রামের ছেলে রইচ উদ্দিন ওরফে রাজ ওরফে মামুন।

পুলিশ সুপার জানান, এই ছিনতাই চক্রের সদস্যরা দিনে দুপুরে মোবাইল ব্যাংকিকং বিভিন্ন কোম্পানীর প্রতিনিধের পথ রোধ করে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা এবং মোটরসাইকেল ছিনতাই করে আসছিল।

জেলা সিংড়া, গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলায় একই কায়দায় তিনটি ঘটনা ঘটে। পরে জেলা পুলিশের বিশেষ টিমের মাধ্যমে ছিনতাইচক্রের মুলহোতা সিংড়ার কালিনগর গ্রামের আব্দুল করিম সহ ৫জনকে আটক করা হয়।

আটককৃত সকলে সংঘবদ্ধ ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এতে করে ছিনতাই হওয়ার প্রবনতা কমিয়ে আসবে বলে জানান পুলিশ সুপার।

Previous articleবড়াইগ্রামের প্রধান শিক্ষক পিঞ্জু সরকারকে গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন
Next articleপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে নারীরা: প্রতিমন্ত্রী পলক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here