Home সিংড়া ছিন্নি বিতরনকে কেন্দ্রে করে খুন: সিংড়ায় ৭জনকে সাত বছর করে কারাদন্ড

ছিন্নি বিতরনকে কেন্দ্রে করে খুন: সিংড়ায় ৭জনকে সাত বছর করে কারাদন্ড

144
0
সাতজনকে ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:
শবে বরাতের রাতে ছিন্নি বিতরনকে কেন্দ্রে করে নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ৭ আসামীকে সাত বছর করে কারাদন্ড এবং একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরেনাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোসণা করেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারী সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মৌগ্রামে শবে বরাতের রাতে ছিন্নি বিতবরণকে কেন্দ্র করে স্থানীয় আক্কাস আলী ও সিকিম প্রামানিক এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ২৮ বছর ধরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার ৭ জনকে সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাসের আদেশ দেন।

মামলার অপর দুই আসামী মৃত্যুবরণ করেছেন। এসময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

Previous articleসিংড়ায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা
Next articleসিংড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here