Home সংবাদ সারাদেশ ছুটির দিনে সড়কে ঝরল ২২ প্রাণ!

ছুটির দিনে সড়কে ঝরল ২২ প্রাণ!

220
0
সড়ক দূর্ঘটনা

ছুটির দিনে দেশে ছয়টি পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২২ জন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম ও ঝিনাইদহ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

দিনের এসব দুর্ঘটনায় সিলেটে আট ও বগুড়ায় ছয়জন মারা গেছেন। এ ছাড়া বরিশাল, ঝিনাইদহে ও ময়মনসিংহ দুইজন করে এবং চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন।

সিলেট : সিলেটে দুই বাসের সংঘর্ষে আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে জেলার দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘সকালে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের চালকসহ আটজন মারা গেছে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বগুড়া : বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত থ্রি-হুইলারের তিন যাত্রী মারা যান। আরেক যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

অন্যদিকে বেলা দুইটার দিকে দুঁপচাচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক চালকসহ মোট দুইজন মারা গেছেন।

বরিশাল : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জড়িত ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ : শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত রিকশা ভ্যান) উল্টে শিপন আলী (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকাল সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Previous articleদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি- নাটোরে দুলু
Next articleনতুন ঘরের চাবী-মিষ্টি নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হাজির নাটোরের জেলা প্রশাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here