
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে কোরমান আলী মৃধা (৫৫) নামে এক ভিক্ষুক কে ছুরিকাঘাত করে ৭০০টাকা ছিনতাই করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার ধুপইল-আব্দুলপুর সড়কের কলাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় Vকোরমান আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
আহত কোরমান আলী মৃধা পোকন্দা গ্রামের মৃত রশিদ মৃধার ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল রহমান জানান, শনিবার সারা দিন ভিক্ষা করে ৭০০টাকা আয় করে রাতে ভ্যানযোগে বনপাড়া থেকে আব্দুলপুর বাড়ি ফিরছিল ভিক্ষুক কোরমান আলী মৃধা। এসময় তার কাছে থাকা ৭০০টাকা নিয়ে অজ্ঞাত ভ্যান চালকের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ধারালো কিছু দিয়ে ভিক্ষুককে জখম করে টাকা নিয়ে পালিয়ে যায় সে।
পরে রক্তাক্ত অবস্থায় কোরমান আলী মৃধাকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় দুর্বৃত্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
