
নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ ৬৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।
শনিবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আক্কাছ আলী, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনজুু, ডাহিয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন প্রমূখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, আওয়ামীলীগ সরকার সকল বিপদে-আপদে ও সুখে-দুঃখে জনগণের পাশে থাকে।
