
নিজস্ব প্রতিবেদকঃ
হাটের টেন্ডারকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে প্রতিপক্ষের হামলায় হেলাল সরদার নামে একজন নিহত হয়েছে।আহত হয়েছে তার ভাই ছাত্রলীগ নেতা শিশির।এ ঘটনায় তোহা নামে একজনকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানিয়েছেন,সকাল ১১টার দিকে শহরের চাঁচকৈড় ট্রাক শ্রমিক অফিসের সামনে বসেছিল হেলাল ও তার ভাই শিশির।এসময় তাহের ও তোহার নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করে।গুরুতর আহত শহীদ শামসুজ্জাহা কলেজ ছাত্রলীগের সহসভাপতি শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর পৌরসভার বিন্যাবাড়ি হাটের ইজারা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে জানান ওসি।
