Home বিবিধ ঢাকা থেকে রাজশাহী যাওয়া বাস-ট্রেন-প্লেনে মশা নিধন

ঢাকা থেকে রাজশাহী যাওয়া বাস-ট্রেন-প্লেনে মশা নিধন

368
0

রাজধানী ঢাকা থেকে গোটা দেশে ছড়িয়ে পড়া এডিস মশার হাত থেকে সুরক্ষায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। ঢাকা থেকে বিমান, ট্রেন, বাসসহ যানবাহনগুলো রাজশাহীতে আসা মাত্রই তাতে অ্যারোসেল স্প্রে করে মশক নিধন অভিযান চালানো হবে।

২ আগস্ট সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোবিন্দ্র নাথ আচার্য এমন উদ্যোগ গ্রহণের তথ্য জানান। (১ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোবিন্দ্র নাথ আচার্য বলেন, ‘রাজশাহীসহ এই বিভাগের অন্য ৭ জেলায় আশঙ্কাজনকহারে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। বিভাগের সবগুলো জেলাতে ডেঙ্গু পরীক্ষার কীটসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ডেঙ্গু জীবাণুবহনকারী মানুষ আসলে, রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে রাজধানী থেকে ছেড়ে আসা যানবাহনগুলোতেও জীবাণু ছড়ানো এডিস মশা বেশি আসার সম্ভাবনা প্রবল। এজন্য ঢাকা থেকে ছেড়ে আসা বিমান, ট্রেন, বাসসহ অন্যান্য যানবাহন রাজশাহীতে আসা মাত্রই তাতে মশক নিধন অভিযান চালানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যেই তা শুরু করা হবে।’

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু বলেন, ‘গত দুই দিনে রাজশাহীতে ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। ফলে সিটি করপোরেশনের আগে থেকে চালিয়ে আসা মশক নিধন কার্যক্রমের তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুত প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিন ও মশানাশক ওষুধ সরবরাহ করা হবে। ঢাকা থেকে আসা যানবাহনেও মশা নিধনের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এ.জি.এম) অসীম কুমার তালুকদার বলেন, ‘ঢাকা থেকে রাজশাহী স্টেশনে আসা ট্রেনগুলোতে যাত্রী নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মশা মারার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে এ কার্যক্রম চালানো হবে।’

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক  বলেন, ‘মহানগরীতে সিটি করপোরেশন মশক নিধন অভিযান জোরদার করেছে। উপজেলা পর্যায়েও আমরা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছি। বাইরের জেলা থেকে আসা যানবাহনে মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিটি করপোরেশনের মশক নিধন ও সচেতনতামূলক সভায় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করবে সিটি করপোরেশন। তবে কেবল সরকার বা সিটি করপোরেশনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। নিজ নিজ উদ্যোগেই নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।’

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান বলেন, ‘ডেঙ্গু রোগীদের নিয়ে কোনো ডায়াগনস্টিক সেন্টার ব্যবসার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। নির্ধারিত ফি’র চেয়ে কেউ বেশি টাকা আদায় করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।’

এদিকে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু কর্নার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোগীদের চিকিৎসায় রামেকের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানকে আহ্বায়ক করে বিশেষ টিমও গঠন করা হয়েছে।

সূত্র-বার্তা ২৪

Previous articleডেঙ্গুর প্রভাব মোকাবেলায় নাটোরে রক্তের গ্রুপ নির্নয় শুরু
Next articleভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here