Home জেলা সংবাদ তীব্র ঘনকুয়াশা: নাটোরে ত্রি-মুখি সংঘর্ষে ২ জন নিহত

তীব্র ঘনকুয়াশা: নাটোরে ত্রি-মুখি সংঘর্ষে ২ জন নিহত

147
0
সড়ক দুর্ঘটনা : নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
তীব্র ঘনকুয়াশার মধ্যে নাটোরে ত্রি-মুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০জন আহত হয়েছে। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসসড়কের তোকিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ জানায়, বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাড়কের তোকিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহীবাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা কাঠ ভর্তি একটি ট্রাক এবং পিকআপ এরমধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু মুসা এবং আসাদুল ইসলাম নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়। আর আহত হয় অন্তত ১০জন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দু’জনের বাড়ি ঝিনাইদহ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

Previous articleভোটে জিতল দল আবারও আমাকে রেজুলেশন করে ফিরিয়ে নেবে- বুড়া চৌধুরী
Next articleওমিক্রণের মধ্যম ঝুঁকিতে ‘নাটোর’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here