Home শিরোনাম ত্রাণ চাই না সুঁতিজাল উচ্ছেদ করেন-সিংড়ার বন্যার্তদের আকুতি

ত্রাণ চাই না সুঁতিজাল উচ্ছেদ করেন-সিংড়ার বন্যার্তদের আকুতি

566
0
ত্রাণ চাইনা, সুতি চাল উচ্ছেদ করেন

নিজস্ব প্রতিবেদক:
তিন কেজি চাউল চাই না, আপনারা সুঁতি জাল উচ্ছেদ করে পানি নামার ব্যবস্থা করেন। আমরা এমনিতে খেটে খেতে পারি, পানি নামলে ঘরে বসবাস করে আমরা খেয়ে-পড়তে পারবো।

সিংড়ার ফ্রিল্যান্সার হাসিবুল হাসান এ্যামিলির ফেসবুক লাইভে এভাবেই আকুতি জানাচ্ছিলেন এক নারী। এসময় অনেকে প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষন করে অবিলম্বে সুঁতিজাল উচ্ছেদে দ্রুত প্রদেক্ষপ নেওয়ার দাবি জানান।

এদিকে, ২৪ ঘন্টার মধ্যে সকল সুঁতি জাল ব্যাড়া উচ্ছেদ না হলে সিংড়ার ইউএনও অফিস ঘেরাও করার হুমকি দিয়েছে সিংড়া মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী।

তবে এক ফেসবুক বার্তায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, সুঁতিজাল উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleগির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ
Next articleমিন্নিঃ বহু রঙের রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here