Home তথ্য প্রযুক্তি দপ্তর প্রধানদের নিয়ে জনগণের মুখোমুখি হলেন প্রতিমন্ত্রী পলক!

দপ্তর প্রধানদের নিয়ে জনগণের মুখোমুখি হলেন প্রতিমন্ত্রী পলক!

187
0
মুখোমুখি পলক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার সরকারী দপ্তরের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে জনগণের মুখোমুখি হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সিংড়া উপজেলার সাধারণ ভোটাররা একের পর এক প্রশ্ন করছেন, সেগুলো শুনে তাৎক্ষণিক সমাধান দেন প্রতিমন্ত্রী পলক। সরকারী দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের যে দায়বদ্ধতা রয়েছে তা আরও একবার প্রমান করেন তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রায় শতাধিক ব্যক্তির সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর ও তাৎক্ষণিক সমস্যার সমাধান করেন প্রতিমন্ত্রী পলক।

এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন করি। আমৃত্যুকাল জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। যদি কোন অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকে আমাকে অথবা ১০৬ নম্বরে ফোন করবেন। কোন সরকারি অফিসে বা স্থানীয় জনপ্রতিনিধি অনিয়ন-দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে সিংড়া বাজারের দুলেনা বেগম এর চোখ অপারেশন করার ব্যবস্থা করেন। সোনাপুর গ্রামের ফজলুর রহমানে অভিযোগের প্রেক্ষিতে একটি কাঁদা পানির রাস্তা সংস্কারের নির্দেশ দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে। ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়ে শিউলী খাতুনকে নিয়োগ দেওয়ার নামে দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন শিক্ষা কর্মকর্তাকে।

শুকাস গ্রামের মুন্জুর আলম এর ছেলের চাকুরীর আশ্বাস দেন। এভাবে প্রায় ৩ঘন্টায় শতাধিক ব্যাক্তি প্রশ্নের উত্তর দেন ও সমস্যার সমাধান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) আল ইমরান, সিংড়া থানার ওসি নূরে আলম, হাসপাতাল, বিএডিসি, কৃষি, শিক্ষা সহ সকল সরকারী অফিসের দপ্তর প্রধান এবং ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

Previous articleবাগাতিপাড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় ৪শিক্ষার্থীকে আটকাদেশ
Next articleদূর্গাপূজায় কোন মাদক সেবন চলবে না-আব্দুল কুদ্দুস এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here