
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসে দর্শক শূন্য সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছে। সামনে অতিথিদের আসনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসা ছাড়া আর কেউ নেই অতিথি আসনে।
আসনে সরকারী কোন কর্মকর্তা বা অতিথিরা সহ দর্শক না থাকায় ওই আসন গুলো শূন্য দেখে গেছে। আর অনুষ্ঠানে পিছনের আসনে শুধু শিল্পীবৃন্দ এবং বিভিন্ন প্রতিযোগিতা বিজয়দের দেখা গেছে।
শুক্রবার রাতে তথ্য টি সামাজিক যোগাযোগ ফেসবুক ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ সহ সচেতন মহল এর মধ্যে নানান গুঞ্জন উঠে।
কেউ কেউ বলেন, দায় সাড়া ভাবে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করা হয়েছে। মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে সামনের অতিথিদের আসন কেন শূন্য থাকবে। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা থাকেলেই তো এমন অবস্থা হতো না।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক দাবী করে বলেন, আধাঘন্টা পরে অতিথি সহ দর্শক অনুষ্ঠানে এসেছে।
