
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে দিন রাত এক করে নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। দিনে গণসংযোগ আর রাতে মতবিনিময় অব্যাহত রেখেছেন তিনি।
আজ মঙ্গলবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন জান্নাতুল ফেরদৌস। এর আগে দিনভর ওই ওয়ার্ডের পথেপ্রান্তরে গণসংযোগ করেন তিনি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (আরিফ), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ লুৎফর হাবিব (রুবেল), সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েলসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জান্নাতুল ফেরদৌস বলেন, আবেগের বশবর্তী হয়ে বা আওয়ামী লীগের প্রতি অভিমান করে বিএনপিকে ভোট দেবার সময় এখন না। পৌরসভার ভোট মানে পাঁচ বছরের জন্য আপনার নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্ব একজন মেয়রের কাছে দেয়া। আওয়ামী লীগ এখন সরকারে তাই প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করতে হলে আবারো নৌকার পক্ষে রায় দেবেন। বিগত পাঁচ বছরের ন্যায় আগামীতেও সিংড়ার গণমানুষের নেতা জুনাইদ আহমেদ পলকের সহযোগিতায় অনেক চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।
ফেরদৌস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ব্যক্তিস্বার্থে দলীয় স্বার্থ যারা বিসর্জন দেয়, তারা দলের ভালো চায়না কখোনোই। তাই তাদের ষড়যন্ত্র থেকে সজাগ থাকবেন।’
