
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে প্রদত্ত ২৫০ জন গরিব দুঃস্থদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি বিতরণ করেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ। শুক্রবার সকাল ১১টার দিকে কানাইখালি নিজ বাসভবনে গরিব দুঃস্থ ২৫০ জন মহিলার মাঝে এই শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন।
