
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে যমজ দুই বোন হাসি খাতুন
ও খুশি খাতুন এক সাথে বিষ পান করে।
এসময় আশঙ্খাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে হাসির মৃত্যু বরণ হয়। এবং খুশিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সুজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। যমজ দুই বোন ওই এলাকার মোঃ ফারুক হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, যমজ দুই বোন বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় হাসির সাথে খুশির নিজ বাড়িতেই কথাকাটাকাটি হয়।
দুই জনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে নিজ বাড়িতে থাকা জমিতে প্রয়োগ করা কীটনাশক প্রথমে হাসি খুশির ওপর রাগ করে পান করে। পরে খুশিও কীটনাশক পান করে। কিছুক্ষন পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।
