Home বড়াইগ্রাম দুধের কন্টেইনারে ১৩৬ বোতল ফেন্সিডিল

দুধের কন্টেইনারে ১৩৬ বোতল ফেন্সিডিল

161
0
ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে দুধের কন্টেইনারে অভিনব কায়দায় রাখা ১৩৬ বোতল ফেন্সিডিলসহ জয় হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয় রাজশাহীর চারঘাট উপজেলার বাখরা গ্রামের ফজলু হকের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুধের কন্টেইনারসহ সিরাজগঞ্জগামী বাসের জন্য অপেক্ষায় থাকা জয় হোসেনকে আটক করা হয়। পরে কন্টেইনারে রাখা ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জয় স্বীকার করেছে, নাটোরের লালপুর থেকে সে অটোভ্যানযোগে দুধের কন্টেইনারে ফেন্সিডিল বনপাড়া বাইপাসে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই এই অভিনব কায়দা বেছে নিয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আটককৃত জয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Previous articleনাটোরে মাদক বিক্রেতার ১৩বছর কারাদন্ড
Next articleনাটোর বিপিসিডিওএ’র সভাপতি জাকির, সম্পাদক রাজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here